কোচবিহার

অবশেষে দিঘী থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, উত্তেজনা কোচবিহারের রাজপ্রাসাদ লাগোয়া এলাকায়

অবশেষে দিঘীর জল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার। শনিবার সকালে দেহ ভাসতে দেখা যায় রাজপ্রাসাদ লাগোয়া দিঘীতে। কোতোয়ালি থানার পক্ষ থেকে জানা যায়, মৃত যুবকের নাম সন্তোষ ব্যানার্জী। বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে লিচুতলা এলাকায় চলা এক জুয়ার আসরে হানা দিয়েছিল কোতোয়ালি থানার পুলিস। পুলিসের হাত থেকে বাচতেই মাঠের পাশে জঙ্গল পেড়িয়ে দিঘীতে ঝাপিয়ে পরে যুবক। এরপর থেকে ওই যুবক নিখোঁজ ছিল বলে জানা যায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়দের হাতে আক্রান্ত হন দুই সিভিক ভলিন্টিয়ার। শুক্রবার দিনভর জাল ফেলে ও ডুবুরী নামিয়ে তল্লাশি চালালেও নিখোজ যুবকের খোজ মেলেনি। অবশেষে শনিবার সকালে দিঘীর এক কোনে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। কোতোয়ালি থানার পুলিস দেহ উদ্ধার করেছে ময়নাতদন্তে পাঠায়। যদিও দিঘী থেকে উদ্ধার হওয়া দেহ পুলিসের গাড়িতে তুলতে বাধা দেন স্থানীয়রা। ঘটনার তদন্তের দাবি তুলে পুলিসের বিরুদ্ধে ক্ষোভ দেখান তারা।

এই ঘটনার পাশাপাশি শুক্রবার রাতে শহরের ২০ নম্বর ওয়ার্ডে জুয়ার আসরে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিস। গ্রেপ্তার হয় চার দুষ্কৃতি। অভিযুক্তরা আইপিএল ক্রিকেট ঘিরে জুয়ার আসর বসিয়েছিল বলে অভিযোগ। ধৃতদের থেকে উদ্ধার হয় নগদ ৩৭ হাজার ৮০০ টাকা। এছাড়াও উদ্ধার ব্র‍্যান্ডেড কম্পানির টিভি ও নয়টি মোবাইল। ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে খবর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/gpsGlzKUr-0